Coronavirus in India | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ জুলাই: ওয়ার্ল্ডওমিটার-র খবর অনুযায়ী, গোটা বিশ্বের নিরিখে আমেরিকা (US), ব্রাজিলের (Brazil) পর ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ভারত (india)। গত ২৪ ঘণ্টায় ৩০,০০০-রও বেশি আক্রান্তেরপর মোট সংখ্যা দাঁড়ালো ১,০০৫,৬৩৭। মৃতের সংখ্যা ২৫,৬০৯। আক্রান্তের নিরিখে সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি খানিকটা কমেছে। কিন্তু বিপদ তবুও তুঙ্গে। আগামী দু'মাস বাড়তে পারে আক্রান্তের সংখ্যা।

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা ১৩.৯ মিলিয়ন। যেখানে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯২,৬৭৭। মোট সুস্থতার সংখ্যা ৮,২৭৭,৭৪১। করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। এরপরই রয়েছে ব্রাজিল। তবে আসার কথা শোনাচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। তারা জানায়, করোনায় রোগীমৃত্যু ও সুস্থতার হারের মধ্যে বিস্তর ফারাক দেখা দিচ্ছে। অনেক বেশি পরিমাণ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

আরও পড়ুন, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৬৯০ জন, মৃত্যু ২৩ জনের

ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৬৯০ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। মোট মৃত্যু ১০২৩ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ১১৭। এখন চিকিৎসা চলছে ১৩ হাজার ৬৭৯ জনের। রাজ্য়ে মোট সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪১৫ জন। রাজ্যে সুস্থতার হার ৫৯.২৯ শতাংশ। আজ স্বাস্থ্য দপ্তরের (State Health Department) বুলেটিনে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও এখানেও সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে। তবে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে হাসপাতালে ভরতি হওয়ার জন্য বেড পাওয়া। তাই বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন অনেকেই।