নতুন দিল্লি, ১৪ এপ্রিল: ১০ হাজার অতিক্রম করে গেল ভারতে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২১১ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে সবমিলিয়ে দেশে মোট করোনা পজিটিভের সংখ্যা ১০ হাজার ৩৬৩। ৮ হাজার ৯৮৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১,০৩৫ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখনও পর্যন্ত ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। একজনের দেহ বিদেশে স্থানান্তর করা হয়েছে।
সবথেকে দুর্বিষহ পরিস্থিতিতে মহারাষ্ট্র। সোমবারের হিসেব বলছে সেখানে আক্রান্তের সংখ্যা ২,৩৩৪। দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মুম্বইতে। সেখানে ইতিমধ্যে ১০০ জনের মৃত্যু ঘটে গেছে। শুধু সোমবারেই মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩৫২ জন। আরও পড়ুন-Delhi's Coronavirus Cases: করোনা সংক্রমণে বিপর্যস্ত রাজধানী, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৫৬ জন
সুপ্রিম কোর্ট সোমবার জানিয়েছে, আয়ুষ্মান ভার প্রকল্পের অধীনে থাকা ব্যক্তিরা কোভিড-১৯ টেস্টের সুযোগ পাবেন বিনামূল্যে। সরকার যেহেতু দরিদ্র শ্রেণির মানুষের জন্য কোভিড-১৯ টেস্ট বিনামূল্যে করেছে। তাই যে কোনও ক্যাটেগরির মানুষই এই সুযোগ পাবে। এদিকে আইসিএমআর সুপ্রিম কোর্টকে বিনামূল্যে কোভিড-১৯ টেস্টের রায়কে ফিরিয়ে নিতে আবেদন করেছে। কেননা বেসরকারি ল্যাবেও হবে ১০-১৫ হাজার বা লাখের কাছাকাছি কোভিড-১৯ টেস্ট।