COVID 19  Delta Variant: করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের উপর অত্যন্ত কার্যকর ফাইজার ভ্যাকসিন
Pfizer logo (Photo Credits: IANS)

দিল্লি, ২৪ জুন: করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের উপর কার্যকর ফাইজার। গোটা দেশ জুড়ে করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে,তার বিরুদ্ধে কার্যকর ফাইজার (Pfizer)। ডেল্টার পাশাপাশি ডেল্টা প্লাস (Delta Plus) কতটা কার্যকর ফাইজার, সে বিষয়ে পরীক্ষা নীরিক্ষা চালানো হচ্ছে।

কোভিড ১৯-এর (COVID 19) দ্বিতীয় ঢেউ প্রায় গোটা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। আর সেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপর ফাইজার কার্যকর বলে জানানো হয়।

আরও পড়ুন: করোনার টিকার পরিবর্তে কী দেওয়া হয় মিমি চক্রবর্তীকে, রিপোর্টে চাঞ্চল্য

প্রসঙ্গত ফাইজার এখনও পর্যন্ত ব্যবহারের জন্য ভারতে অনুমোদন পায়নি। ফাইজার যাতে ভারতে অনুমোদন পায়, তার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে কথাবার্তা শুরু করা হয়েছে। তবে ফাইজার কবে অনুমোদন পাবে ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য, তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে করা হয়নি কোনও মন্তব্য।