ঝাড়খন্ডেও লকডাউন

রাঁচি, ২০ এপ্রিল : এবার লকডাউন (Lockdown) ঘোষণা করল ঝাড়খন্ড ( Jharkhand) সরকার। ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। এমনই ঘোষণা করা হচ্ছে সে রাজ্য়ের সরকারের তরফে।

গোটা দেশের সঙ্গে ঝাড়খন্ডেও দাপট দেখাচ্ছে করোনা (Corona)। ফলে কোভিড সংক্রমণে হ্রাস টানতে মঙ্গলবার রাজ্যের পদস্থ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাঁচিতে মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকের পরই এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য জুড়ে লকডাউন ঘোষণার পর ওই সপ্তাহকে 'স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ' হিসেবে ঘোষণা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

আরও পড়ুন : Ahmedabad Covid hospital : 'কেমন আছিস বাবা?' কোভিড হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মৃত ছেলেকে ফোন মায়ের

মুখ্যমন্ত্রী জানান, আগামী ২২ এপ্রিল থেকে রাজ্য সরকার তো বটেই বেসরকারি ক্ষেত্রেও সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ২২ থেকে ২৯ এপ্রিলের মধ্যে যাতে কেউ বাড়ির বাইরে বের না হন প্রয়োজন ছাড়া, সে বিষয়ে সাবধান করা হচ্ছে সাধারণ মানুষকে। তবে কৃষি, শিল্প এবং কয়লা খনির কাজ লকডাউন থেকে ছাড়া পাবে বলে জানানো হয়েছে।