Covid 19 (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ১৮ মেঃ ফিরছে কোভিড (Covid 19) আতঙ্ক! সাম্প্রতিক সময়ে হংকং, সিঙ্গাপুর, চিন এবং তাইল্যান্ডে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। তবে কেবল বিশ্বব্যাপী হটস্পটগুলিতেই নয় এবার ভারতেও কোভিডের প্রকোপ বাড়ছে। মহারাষ্ট্রের মুম্বই শহরে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা সামান্য বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই খবর ছড়াতেই ভয় ধরছে দেশবাসীর। ফিরে ফিরে আসছে ২০১৯ সালের অতিমারির স্মৃতি। আবারও কি ঘরবন্দি জীবন ফিরতে চলছে?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড ড্যাশবোর্ড অনুসারে, মুম্বই শহরে সংক্রমণের হার কিছুটা বাড়লেও ভারতে বর্তমানে সক্রিয় করোনা ভাইরাল (Corona Virus) আক্রান্তের সংখ্যা মাত্র ৯৩। তাই জাতীয় পর্যায়ে পরিস্থিতি উদ্বেগজনক নয়।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (BMC) এক স্বাস্থ্য কর্মকর্তা জানাচ্ছেন, এই মুহূর্তে কোভিড নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে সতর্ক থাকতে হবে সবাইকে। জ্বর-সম্পর্কিত কোন শারীরিক অসুস্থতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, শনিবার তাঁদের হাসপাতালে নতুন করে দুজন রোগীর শরীরে কোভিডের সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে একজন সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন। প্রচণ্ড গলা ব্যাথা এবং কাশি নিয়ে তিনি হাসপাতালে আসেন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও অপর করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের কোন ইতিহাস নেই।

হংকং, সিঙ্গাপুর, চিন এবং তাইল্যান্ডে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড। সংক্রমিতের সংখ্যার পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। ফলে বিদেশ ভ্রমণ থেকে ফের ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণের মধ্যে অন্যতম হল, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। কোভিডের বুস্টার ডোজের ক্ষমতা হ্রাস পাচ্ছে ধীরে ধীরে। ফলে আমাদের শরীরে কোভিডের সঙ্গে লড়াই করার প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।