
মুম্বই, ২০ মেঃ বিশ্বব্যাপী কোভিড ১৯-এর সংক্রমণ বাড়ছে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে (Corona Virus) আক্রান্তের সংখ্যা। এই আবহে দেশেও ধিমে তালে মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। মহারাষ্ট্রের মুম্বই (Mumbai) শহরের হাসপাতালে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। নতুন করে করোনা ঢেউ ওঠার আগেই সচেতন না হলে চরম বিপদ। আবারও ফিরে আসতে পারে ২০১৯ সালের অতিমারির স্মৃতি। মহারাষ্ট্রে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Patient) সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র এক সপ্তাহে ১২ থেকে সংখ্যাটি ৫৬ -এ পৌঁছে গিয়েছে। শহরে ২ কোভিড রোগীর মৃত্যুও হয়েছে। ভারতে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২৫৭।
মহারাষ্ট্রের (Maharashtra) পাশাপাশি করলেও (Kerala) বাড়ছে করোনার সংক্রমণ। ২৫৭ জন কোভিড রোগীর মধ্যে কেবল কেরলেই ৯৫ জন আক্রান্ত। শীর্ষে রয়েছে এই রাজ্য। যার মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি মুম্বইয়ের কেইএম হাসপাতালে দুই কোভিড রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে। হাসপাতাল সূত্রে খবর, মৃত দুজনের মধ্যে একজন ৫৯ বছরের এক মহিলা। যিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। অপরজন ১৪ বছরের এক কিশোরী, নেফ্রোটিক সিনড্রোম ছিল তার। কিডনি বিকল হয়ে মারা গিয়েছে সে। মৃত্যুর পর দুজনের কোভিড পরীক্ষা হলে তাঁদের রিপোর্ট পজিটিভ (Covid Positive) আসে। তবে হাসপাতাল এও জানিয়েছে, কোভিড রিপোর্ট পজেটিভ এলেও তাদের মৃত্যুর জন্য করোনা দায়ী নয়। বিদ্যমান শারীরিক অসুস্থতা প্রাণ কেড়েছে তাঁদের।
অভিনেত্রী শিল্পা শিরোদকার করোনা আক্রান্তঃ
অভিনেত্রী শিল্পা শিরোদকার সদ্য করোনা আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের কোভিড সংক্রমিত হওয়ার খবর জানান তিনি। বেশ কিছু উপসর্গ রয়েছে তাঁর। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন। অনুরাগীদের সতর্ক থাকার এবং মাস্ক পরার জন্যে অনুরোধ করেছেন তিনি।
সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, চিনে কোভিড-১৯ (Covid 19) ভাইরাস হু-হু করে বাড়ছে। সেই খবর ছড়াতেই ভারতে করোনাকে নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণের মধ্যে অন্যতম হল, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। কোভিডের বুস্টার ডোজের ক্ষমতা হ্রাস পাচ্ছে ধীরে ধীরে। ফলে কোভিডের সঙ্গে লড়াই করার প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।