দিল্লি, ২১ ডিসেম্বর: ফের নতুন করে ভয় ধরাচ্ছে কোভিড (COVID 19) । ওমিক্রনের (Omicron) সাব ভ্যারিয়েন্ট কেরলে (Kerala) ধরা পড়ার পর থেকেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। ফলে কেরলে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1 এর জেরে ক্রমাগত আতঙ্ক ছড়াচ্ছে। এসবের পাশাপাশি গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনার কামড়ে পরপর ৩ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে প্রকাশ (বৃহস্পতিবার সকাল ৮টায় এই তথ্য প্রকাশ করা হয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে)।
আরও পড়ুন: COVID 19 In India: করোনার থাবায় কেরলে বাড়ল সংক্রমণ, আক্রান্ত ২৯২, মঙ্গলে মৃত ৩
রিপোর্টে প্রকাশ, কেরলের পাশাপাশি কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু থেকেও নতুন করে সংক্রমণের খবর আসছে। ফলে দক্ষিণের রাজ্যগুলির পাশাপাশি অন্য রাজ্যেও জারি করা হয়ছে সতর্কতা।
তবে করোনা সংক্রমণ বাড়লেও, তা নিয়ে যাতে কেউ গুজব না ছড়ান, 'প্যানিক' না করেন, সে বিষয়েও বার বার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।