Coronavirus in India | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ জুন: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫ লাখ। ফের একদিনে সর্বাধিক আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী (COVID Patient) ১৮ হাজার ৫৫২ জন। মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। মোট মৃত্যু সংখ্যা প্রায় ১৬,০০০। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৫ লক্ষ ০৮ হাজার ৯৫৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮০ জন। মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৮৫। আইসিএমআর-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৭৯ লক্ষ ৯৬ হাজার ৭০৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধু মাত্র ২৬ জুন ২ লক্ষ ২০ হাজার ৪৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

মহামারী করোনায় বিপর্যয়ের ধারবাহিকতা বজায় রেখেছে মহারাষ্ট্র। এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৭৬৫। মৃতের সংখ্যা ৭ হাজার ১০৬। শুক্রবার মুম্বইতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫,০২৪ ছাড়িয়ে গেল। রাজধানীতেও হু হু করে সংক্রমণ বেড়েই চলেছে। দিল্লিতে এই মুহূর্তে মোট কোভিড রোগীর সংখ্যা ৭৭ হাজার ২৪০। এখনও পর্যন্ত মৃত ২ হাজার ৪৯২ জন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, সেখানে একদিনে ২১,১৪৪ জনের টেস্ট করা হয়েছে।

আরও পড়ুন, রাজ্যে একদিনে করোনার রেকর্ড সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার

দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কনটেনমেন্ট জনের সংখ্যা বেড়েছে। আগামীদিনে আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত দিল্লিতে কনটেনমেন্ট জোনের সংখ্যা ২৮০। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ৩০ জুনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে উপসর্গ আছে কিনা জানা হবে। উপসর্গ থাকলে পরীক্ষা করা হবে। দিয়ালীর একটিও বাড়ি যেন বাদ না পড়ে তা জনাইয়ে দিয়েছে প্রশাসন।