রামু (Photo Credits: Twitter)

করোনা আক্রান্ত (COVID-19 Complications)  হয়ে প্রয়াত কন্নড় সিনেমার প্রখ্যাত প্রযোজক রামু। রেখে গেলেন স্ত্রী তথা কন্নড় সিনেমার সুপারস্টার মালাশ্রী। মঙ্গলবার কন্নড় ফিল্ম অ্যাকাডেমির চেয়ারম্যান সুনিল পুরানিক রামুর প্রয়াণের খবর প্রকাশ্যে আনেন। বলেন, রামু একজন দুর্লভ চরিত্রের প্রযোজক ছিলেন। শুধু নিজেকে প্রতিষ্ঠিত করাই নয়। সেই সঙ্গে তাঁর প্রযোজিত ছবি যেন বাজারে জনপ্রিয়তা পায় সেজন্য প্রচুর পরিশ্রম করতেন তিনি। এমনই জনপ্রিয় ছিলেন যে ছবির অভিনেতা নয় রামুর নামে সিনেমাহলে ভিড় জমাতেন দর্শকরা। ৫২ বছর বয়সে তাঁর চলে যাওয়া কন্নড় সিনেমার এক অপুরণীয় ক্ষতি। ১৯৯০ সালে ১ কোটির বেশি বাজেট কন্নড় ছবি বানিয়েছেন রামু। আরও পড়ুন-Election Commission: কমিশনের নির্দেশিকা, ভোটের ফলাফলের পরে নিষিদ্ধ বিজয় মিছিল

পারিবারিক ব্যবসা ছিল ফিল্ম ডিস্ট্রিবিউটরের। রামুও সেই কাজ দিয়ে কেরিয়ার শুরু করেন। পরে তিনি কন্নড় ছবির প্রযোজক হয়ে যান। রামু এন্টারপ্রাইজ ব্যানারের অধীনে ৩০-টিরও বেশি ছবি প্রযোজনা করেছেন তিনি। ফিল্মি দুনিয়ায় সাফল্যের মুখ দেখার পর সুপারস্টার মালাশ্রীকে বিয়ে করেন রামু। মালাশ্রী নারী কেন্দ্রিক চরিত্রের জন্য দারুণ জনপ্রিয়। তাঁকে অনুরাগীর ড্রিম গার্ল বলতেই বেশি পছন্দ করে। রামু ও মালাশ্রীর দুই সন্তান মেয়ে অনন্যা, রয়েছে এক ছেলেও। প্রায় ২ দশক ধরে প্রযোজকের ভূমিকা পালন করেছেন। ৩০টি ছবির মধ্যে তাঁর প্রযোজনায় ১১টি সিনেমায় অভিনয় করেছেন স্ত্রী মালাশ্রী।