Covaxin Trials: শুরু হল করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

চন্ডীগড়, ১৭ জুলাই: ভারতে শুরু হল করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাকসিনের (Covaxin) হিউম্যান ট্রায়াল। হরিয়ানার রোহাতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (PGI Rohtak) শুরু হয়েছে এই ট্রায়াল। আজ এই খবর জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)। হায়দারাবাদের ভারত বায়োটেক ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে 'কোভ্যাকসিন' নামক এই ভ্যাকসিন তৈরি করেছে ICMR।

অনিল ভিজ জানিয়েছে, আজ তিনজনের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনজনই খুব ভালোভাবে এই ভ্যাকসিন সহ্য করেছেন। কোনও প্রতিকূল প্রভাব ছিল না।” ৭ জুলাই থেকে শুরু হয় ভ্যাকসিনের ট্রায়ালের প্রক্রিয়া। এখনও পর্যন্ত কমপক্ষে ১০০ জন এই ট্রায়ালে অংশ নিতে রেজিস্টার করেছেন। আরও পড়ুন: COVID-19 Cases In India: একদিনে আক্রান্ত প্রায় ৩৫ হাজার, ভারতে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল ১০ লাখ

জানা গেছে, ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য দেশের ১২টি জায়গা বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে একটি রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আগামী কয়েকদিনের মধ্যে বিহারের পটনার এইমস হাসপাতালেও কোভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে যাবে।