সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ নিজেদের সন্তান(Kids) নেই। তাই স্টেশন থেকে চার বছরের শিশুকে অপহরণ(Kidnap) দম্পতির। সিসিটিভি ফুটেজের(CCTV Footage) সূত্র ধরে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan)জয়পুর(Jaipur) রেল স্টেশনে। অভিযুক্ত দম্পতির নাম সুন্দর কাশ্যপ ও জীবিকা। জানা গিয়েছে, মায়ের সঙ্গে মামাবাড়ি যাওয়ার জন্য স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিল চার বছরের এক শিশু। সেখানেই তার মায়ের কাছ থেকে কোনওভাবে তাকে নিয়ে পালায় অভিযুক্ত দম্পতি। শিশুটিকে নিয়ে উত্তরপ্রদেশগামী বাসেও উঠে পড়ে তাঁরা। শিশুকে হারিয়ে থানায় ডায়েরি করে তার পরিবার।

মামাবাড়ি যাওয়ার পথে মায়ের কোল থেকে অপহৃত শিশু

তদন্তে নেমে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দম্পতিকে চিহ্নিত করে পুলিশ। এরপর রাজস্থানের মাহুয়া থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় চার বছরের শিশুটিকে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে ওই দম্পতি জানায়, দীর্ঘদিন ধরে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু কোনওভাবেই প্রসব করতে না পেরে এই কাজ করেন তাঁরা। ইতিমধ্যেই ওই দম্পতির বিরদ্ধে অপহরণের মামলা রুজু করা হয়েছে।

 মা ডাক শুনতে স্টেশন থেকে শিশুকে অপহরণ নিঃসন্তান দম্পতির