কনডমের বিজ্ঞাপনে ব্যবহার হওয়া ঐতিহ্যবাহী গুজরাটি নৃত্য 'গরবা'র ব্যবহার অশ্লীল নয় বলে জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট। একটি কনডম কোম্পানীর বিজ্ঞাপনে এক দম্পতিকে ঐতিহ্যবাহী গুজরাটি নৃত্য 'গরবা' পরিবেশন করতে দেখা যায়, এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে শেয়ার করেন এক ফার্মাসিস্ট। এর পরেই ঐ ফার্মাসিস্টের বিরুদ্ধে এফ আই করা হয়। মামলাটি আদালতে উঠলে আদালত জানায়- কনডমের বিজ্ঞাপনে ব্যবহার হওয়া ঐতিহ্যবাহী গুজরাটি নৃত্য 'গরবা'র ব্যবহার অশ্লীল নয়, এবং ফার্মাসিস্টের বিরুদ্ধে দায়ের করা এফআইআরটিও বাতিল করেছে।
আদালত তাঁর আদেশে বলেছে,ইন্দোরের অভিযুক্ত ফার্মাসিস্ট নিজেও হিন্দু সম্প্রদায়ের, এবং এমনকি যে তিনি নিজের পরিচয় গোপন না করে নিজের মোবাইল নম্বর থেকে এটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে যে তার উদ্দেশ্য শুধুমাত্র তার কোম্পানির প্রচার করা।তাই এই প্রচার কখনই কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য নয়।
Condom ad featuring couple playing Garba is not obscene, does not hurt religious sentiments: Madhya Pradesh High Court
report by @NarsiBenwal https://t.co/JKWH0sRPDo
— Bar & Bench (@barandbench) December 28, 2022