নতুন দিল্লি, ৭ সেপ্টেম্বর: সংক্রমণের যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে গেল। রবিবার সারাদিনে নতুন করে করোনা আক্রান্ত (COVID-19 Cases In India) হলেন ৯০ হাজার ৮০২ জন। সঙ্গে সঙ্গেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গেল। ২৪ ঘণ্টায় ভারতে ৯০ হাজারেরও বেশি সংক্রামিত এনিয়ে দ্বিতীয় দিনে পড়ল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এখন মোট করোনা আক্রান্ত ৪২ লাখ ৪ হাজার ৬১৪ জন। যার মধ্যে ৮ লাখ ৮২ হাজার ৫৪২ জন সংক্রামিত। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩২ লাখ ৫০ হাজার ৪২৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৭১ হাজার ৬৪২ জন। মহামারীতে ধারবাহিকভাবে সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। আরও পড়ুন- COVID-19 Infected Policeman: অত্যাধিক মানসিক চাপ, হাসপাতালের জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কোভিড আক্রান্ত কনস্টেবল
ভারতে ১ দিনে সংক্রামিত ৯০ হাজার ৮০২ জন
India's #COVID19 case tally crosses 42 lakh mark with a spike of 90,802 new cases & 1,016 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 42,04,614 including 8,82,542 active cases, 32,50,429 cured/discharged/migrated & 71,642 deaths: Ministry of Health pic.twitter.com/TKc9rQKwoc
— ANI (@ANI) September 7, 2020
মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। শুধু রবিবারেই সেখানে মারণ রোগে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৫০ জন। হু হু করে বাড়ছে সংক্রমণ। এই মুহূর্তে করোনা বিপর্যয়তায় বিশ্বের তৃতীয়তম তালিকাভুক্তদেশ থেকে দ্বিতীয়তে চলে এসেছে ভারত। সংখ্যার নিরিখে পিছনে পড়ে গিয়েছে ব্রাজিল। যদিও বিশ্বে করোনা বিধ্বস্ত তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছে আমেরিকা। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট বলছে, সেখানে মোট করোনা রোগী ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০ জন।