Coronavirus Cases In India: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭৩ লাখের গণ্ডী, মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ১১ হাজার ২৬৬ জন
Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ১৫ অক্টোবর: ৬৭ হাজার ৭০৮ জন নতুন করোনা আক্রান্তের সঙ্গে সঙ্গে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়িয়ে গেল ৭৩ লাখের গণ্ডী। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার বলি ৬৮০। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৭ হাজার ৯৮। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৮ লাখ ১২ হাজার ৩৯০। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ লাখ ৮৩ হাজার ৪৪২ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লক্ষ ১১ হাজার ২৬৬ জন। আইসিএমআর-এর তথ্য বলছে, ১১ লাখ ৩৬ হাজার ১৮৩ জনের নমুনার করোনা টেস্ট হয়েছে গতকাল বুধবার। আরও পড়ুন-2nd Wave of COVID-19: করোনার সেকেন্ড ওয়েভ শুরু, সংক্রমণ ঠেকাতে ফ্রান্সে বলবৎ ১ মাসের রাতের কার্ফিউ

ভারতে ১ দিনে সংক্রামিত ৬৭ হাজার ৭০৮

উল্লেখ্য, শুরু থেকে এই পর্যন্ত দেশে ৯ কোটি ১২ লাখ ২৬ হাজার ৩০৫ জনের নমুনার করোনা টেস্ট হয়েছে। ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। দেশের তিনটি রাজ্যের করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ভয়াবহ। এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরালা। এর মধ্যে ১৫ লক্ষ ৫৪ হাজার ৩৮৯ জন করোনা আক্রান্তকে নিয়ে করুণ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে করোনার বলি ৪০ হাজার ৮৫৯ জন। মুম্বইতেই শুধু করোনা আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৬০৬ জন। গতকাল সারাদিনে বাণিজ্য নগরীতে সংক্রামিত ২ হাজার ২১১ জন। গতকাল সারাদিনে সেখানে ৪৮ জনের প্রাণ গিয়েছে করোনায়। এখনও পর্যন্ত মুম্বইতে করোনার জেরে মোট মৃত ৯ হাজার ৫৫২ জন।