Kanhaiya Kumar (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ২৮ সেপ্টেম্বর: দেশের সবচেয়ে পুরনো এবং গণতান্ত্রিক দলে যোগ দিলেন৷ হাত শিবিরে যোগের পর এমনই মন্তব্য করলেন কানহাইয়া কুমার৷ মঙ্গলবার কংগ্রেসে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar )৷

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে কানহাইয়া বলেন, বর্তমানে একটি মতাদর্শ গোটা দেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাসকে ধ্বংস করে দিতে চাইছে৷ তাঁর মতো কয়েক কোটি যুব সম্প্রদায়ের মনে একটি কথাই অনুরণিত হচ্ছে যে কংগ্রেস (Congress) ব্যাতীত কোনও রাজনৈতিক দলই দেশকে আর রক্ষা করতে পারবে না৷

কংগ্রেস শুধু একটি রাজনৈতিক দল নয়৷ এটি একটি মতাদর্শ৷ দেশের সবচেয়ে পুরনো এবং গণতান্ত্রিক দল কংগ্রেস৷ যে দলকে সবচেয়ে বেশি গণতান্ত্রিক বলা যায় বলে মন্তব্য করেন কানহাইয়া৷ তাঁর মতো অনেকে রয়েছেন, যাঁরা বিশ্বাস করেন, কংগ্রেস ছাড়া কেউ ভারতবর্ষকে (India) রক্ষা করতে পারবে না৷

আরও পড়ুন:  Kanhaiya Kumar: নিজের টাকায় কেনা! সিপিআই অফিস ছাড়ার আগে এসি খুলে নিলেন কানহাইয়া কুমার

কংগ্রেসের সঙ্গে মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বি আর আম্বেদকরদের ভাবধারা জড়িয়ে বলে মন্তব্য করেন কানহাইয়া কুমার৷ পাশাপাশি তিনি আরও বলেন, কংগ্রেস একটি বড় জাহাজ৷ যে জাহাজ অনেক মানুষের নীতি, আদর্শ, মূল্যবোধকে রক্ষা করতে পারে৷ ১৮ সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্ম বার্ষিকী৷ সেই কারণে এই ঐতিহাসিক দিনে তিনি কংগ্রেসে যোগ দিলেন বলে জানান কানহাইয়া৷ ভাগৎ সিং যুব সম্প্রদায়ের 'আইকন' বলেও মন্তব্য করতে শোনা যায় কানহাইয়াকে৷

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা মঙ্গলবার দিল্লিতে এআইসিসি দফতরে হাজির হয়ে কংগ্রেসে যোগ দেন৷ রাহুল গান্ধীর (Rahul Gandhi) হাত ধরেই কংগ্রেসে যোগ দেন কানহাইয়া কুমার৷