Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২০ জুন: UGC-NET পরীক্ষায় প্রশ্নপত্র বাতিল নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে রাহুল গান্ধী কটাক্ষের সুরে বলেন, এমন বলা হচ্ছে, মোদীজি ইউক্রেন, রাশিয়ার মাঝের যুদ্ধ থামিয়ে দিতে পারেন। কিন্তু কোনও কারণে  মোদীজি প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে পারছেন না বা বন্ধ করতে চাইছেন না। অর্থাৎ সম্প্রতি ডাক্তারির প্রবেশিকা কিংবা ইউজিসি-নেট পরীক্ষার বাতিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী।

গত ১৮ জুন ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পরদিনই কেন্দ্রীয় শিক্ষা দফতরের তরফে জানানো হয়, ১৮ জুনের পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম বদরাস্ত করা হবে না বলে জানানো হয় কেন্দ্রীয় শিক্ষা দফতরের তরফে। এমনকী কী কারণে শিক্ষা দফতরকে এই পদক্ষেপ করতে হল, সে বিষয়ে সিবিআইয়ের হাতে তদন্তভারও চলে যায়। যা নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয় শোরগোল।

বিজেপির 'প্যারেন্ট অর্গানাইজেশনের' হাতে কুক্ষিগত শিক্ষা ব্যবস্থা বলেও কটাক্ষ করেন রাহুল গান্ধী।