দিল্লি, ৪ জানুয়ারি: করোনাভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউয়ের মুখে কি দেশ? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলের তরফে। গোটা দেশ জুড়ে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন, তাতে হয়ত করোনার তৃতীয় ঢেউয়ের মুখে রয়েছি আমরা। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে এমনই জানান দিল্লির চিকিৎসক এস চন্দ্র। ওমিক্রন যখন দাপিয়ে বেড়াচ্ছে, তখন করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হলে, তার উপসর্গ কী কী?
#WATCH | We seem to be at beginning of the third wave. Although cases are rising, the mortality rate is still very low. The third wave won't be as severe as the second wave: Dr. S Chandra, Consultant Physician, Internal & Travel Medicine, Helvetia Medical Center, Delhi pic.twitter.com/I0zfzKGy5G
— ANI (@ANI) January 4, 2022
সম্প্রতি এক গবেষণা থেকে সমানে এসেছে ওমিক্রনের (Omicron) নতুন দুই উপসর্গ। করোনার এই নয়া প্রজাতিতে কেউ আক্রান্ত হলে, যেমন তাঁর বমি ভাব দেখা দেবে। তেমনি খিদেও কমে যাবে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে জ্বর, সর্দি, কাশি তো রয়েছেই। তবে ওমিক্রনে জ্বর হচ্ছে সামান্য। ওমিক্রনে আক্রান্ত হলেও, গলা ব্যাথা এবং কাশিও হচ্ছে কারও কারও। তবে সবকিছুই মৃদু উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে রোগীর শরীরে।
করোনা টিকা (Corona Vaccine) নেওয়া থাকলেও, সেই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে রোগীর শরীরে মৃদু উপসর্গ থাকছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।