দিল্লি, ৪ জানুয়ারি: দিল্লিতে (Delhi) হু হু করে বাড়ছে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা। সম্প্রতি দিল্লিতে যতজন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৮৪ শতাংশের শরীরে মিলেছে ওমিক্রন সংক্রমণ। দিল্লিতে দৈনিক সংক্রমণে রাশ টানতে শনি ও রবিবার করে সাপ্তাহিক কারফিউ জারি করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে সূত্রের খবর। দিল্লিতে যেভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে, সে বিষয়ে মুখ খোলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)।
সত্যেন্দ্র জৈন বলেন, দিল্লির পরিস্থিতির উপর বিশেষজ্ঞরা নজর রাখছেন। বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে আর এক সপ্তাহের মধ্যে রাজধানী শহরে সবচেয়ে বেশি সংক্রমণ হতে পারে। বর্তমানে দিল্লিতে ওমিক্রন (Omicron) আগুনের মতো ছড়িয়ে পড়ছে। ফলে আর কয়েকদিনের মধ্যে দিল্লিতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন দিল্লির মন্ত্রী। সবকিছু মিলিয়ে রাজধানী শহরে যেভাবে হু হু করে সংক্রমণ বাড়ছে, তাতে আশঙ্কায় বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলেড ট্যুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি করোনা আক্রান্ত বলে জানান কেজরি। তবে করোনায় আক্রান্ত হলেও, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। সেই কারণে তিনি বাড়িতেই নিজেকে নিভৃতবাসে রেখেছেন বলে জানান কেজরিওয়াল।