বিশ্বের সবথেকে বড় পরিবার

আইজল, ২৪ জুলাই: করোনায় আক্রান্ত (COVID-19) মিজোরামের (Mizoram) প্রয়াত জিওনা সানার (Late Ziona Chana) পরিবারের ১২ জন সদস্য। জিওনা সানা, যাঁর পরিবার 'বিশ্বের সবথেকে বড় পরিবার' বলে খ্যাত। তাঁর ৯৪ জন সন্তান, ৩৩ জন নাতিপুতি এবং ৩৯ জন স্ত্রী। চলতি বছর জুনেই মৃত্যু হয় জিওনা সানার। এবার তাঁর পরিবারের ওপর পড়ল কালো ছায়া। পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর।

শুক্রবার মিজোরামের ছুয়ান্তার তলাংনুয়াম গ্রামের ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই গ্রামের জনসংখ্যা ২ হাজার। তাঁরা সকলেই জিওনার শিষ্য। গ্রামের স্থানীয় প্রশাসকেরা শুক্রবার সকলের করোনা পরীক্ষার আয়োজন করে। গ্রামের ১,২২৫ জনের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৮০ জনের করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। যার মোডীয়ে ১২ জন জিওনার পরিবারের। জিওনার বড় ছেলের নানপারলিয়ানা প্রথম স্ত্রীর সবার আগে করোনা পজিটিভ ধরা পড়ে। নানপারলিয়ানার ২ জন স্ত্রী এবং ১৫ সন্তান। তাঁর বাবার পর তিনিই এই পরিবারের কর্তা। যদিও তাঁকে আনুষ্ঠানিকভাবে এই পদে বসানো হয়নি। আরও পড়ুন, ভারতীয় রেল এই প্রথম অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ২০০ মেট্রিকটন তরল মেডিকেল অক্সিজেন বাংলাদেশ পাঠাচ্ছে

মিজোরামে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার ৮৪৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০,৪৯২। সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৫৯। মোট ১৩১ জন মারণ ভাইরাসের কবলে পড়ে প্রয়াত হন।