ফাইল ছবি

নতুন দিল্লি, ১ অগাস্ট: উদ্বেগ বিন্দুমাত্রও কাটেনি। দেশের দৈনিক সংক্ৰমণ এখনও বিপদসীমায় দাঁড়িয়ে। প্রতিদিন ৪০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত (COVID-19) হচ্ছেন। তৃতীয় ঢেউয়ের (Third Wave) আশঙ্কা যথেষ্ট প্রবল। কেরালাতে ফের বাড়ছে করোনা সংক্ৰমণ। যার জেরে ছুটির দিনে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়। এদিকে গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১,৮৩১ জন। মারণ ভাইরাসের বলি ৫৪১ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৯,২৫৮ জন। সুস্থতার হার ৯৭.৩৬%। আশা জাগিয়েছে সুস্থতার সংখ্যা।

রবিবার পর্যন্ত দেশ এখনও করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৪,১০,৯৫২। এখনও অব্দি মোট আক্রান্তের ৩,০৮,২০,৫২১ জন সুস্থ হয়েছেন। মর্তের সংখ্যা ৪,২৪,৩৫১। দেশে মোট ৪৭,০২,৯৮,৫৯৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আরও পড়ুন, হিমাচলপ্রদেশে প্রবল বৃষ্টি, ধসে নিহত ২১১ জন, মারা গেছে ৪৩৮ টি পশু

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গতকাল দেশে করোনায় আক্রান্ত (Coronavirus Cases) হন ৪১, ৬৪৯ জন। করোনার গ্রাসে প্রাণ হারান (Death Cases) ৫৯৩ জন। গতকালের নিরিখে আজ করোনা আক্রান্তের সংখ্যা উর্ধমুখী। তবে খানিকটা কমল মৃত্যুসংখ্যা। সপ্তাহখানেক আগেও সংক্রমণের হার নিম্নমুখী হতে দেখা যাচ্ছিল। এর মধ্যে আবার বাড়ল সংক্ৰমণ। যারফলে উদ্বেগের মেঘ কিছুতেই কাটছে না।