করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৮ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসের (Coronavirus) আক্রান্তের সংখ্যা ১,৫৯৪ টি নতুন পজিটিভ কেস দেখা গেছে। মঙ্গলবার দেশে কোভিড -১৯ রোগীর সংখ্যা বেড়েছে ২৯,৯৭৪। সোমবার সন্ধ্যা পর্যন্ত সংখ্যাটা বেড়ে হয়েছে ৫১। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের কারণে ৯৩৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। পরিবার কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রকের মতে, দেশে বর্তমানে ২২,০১০ টি সক্রিয় মামলা রয়েছে আর ৭০২৬ জন রোগী করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। দেশে করোনা থেকে আরোগ্য লেভার হার ২৩ শতাংশেরও বেশি।

এখন পর্যন্ত, COVID-19-এ মঙ্গলবার মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯। থানে, মুম্বই, পালঘর এবং রায়গড় শহরে আক্রান্তের সংখ্যা বেশি। রাজ্যের এই ৮, ৫৯০-র বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। এই রাজ্যে আরোগ্য লাভ করা রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে ১, ২৮২। মহারাষ্ট্রের পরে গুজরাতে সর্বাধিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩,৫৪৪ জন। মারণ ভাইরাসটি ভারতের এই রাজ্যে ১৬২ জনের প্রাণহানি হয়েছে। এখনও পর্যন্ত গুজরাতে ৩৯৪ জন সুস্থ হয়ে উঠেছে। কোভিড -১৯এ আক্রান্তের সংখ্যাও দিল্লিতে ৩,০০০-এর ছাড়িয়ে গেছে। মোট ৩,১০৮ টি মামলার মধ্যে ৮৭৭ জন সুস্থ হয়ে উঠেছে, এবং ৫২ জন প্রাণ হারিয়েছেন। আরও পড়ুন, বন্দর কর্মী ও শ্রমিকরা করোনায় প্রাণ হারালে পরিবার পাবে ৫০ লক্ষের ক্ষতিপূরণ, নৌ-পরিবহন মন্ত্রক

সারা বিশ্বে ৩০ লক্ষেরও বেশি মানুষ COVID-19 আক্রান্ত হয়েছে। মারাত্মক ভাইরাসের কারণে বিশ্বজুড়ে মৃতের সংখ্যাও ২০০, ০০০ ছাড়িয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৫৭, ০০০। এদিকে লকডাউন বেড়ে ২১ মে পর্যন্ত করার ইঙ্গিত পাওয়া গেছে। যে হারে করোনা ছড়াচ্ছে তাতে কবে লকডাউন ওঠানো যায় তা নিয়ে চিন্তায় খোদ কেন্দ্রও।