ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২০ জুলাই: একদিনে সর্বাধিক আক্রান্ত (Coronavirus Cases In India) ৪০ হাজার ৪২৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী সোমবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেল। একদিনে মৃত্যু হয়েছে ৬৮১ জনের। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১১ লক্ষ ১৮ হাজার ৪৩ জন। এই মুহূর্তে সংক্রামিতর সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯ জন। সুস্থ হয়ে যাওয়া ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এবং মাইগ্রেটেড সংখ্যাটি হল সাত লক্ষ ৮৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৪৯৭। সোমবার মহারাষ্ট্রে একদিনে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫১৮। সবমিলিয়ে ওই রাজ্যে ম করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১০ হাজার ৪৫৫।

মহারাষ্ট্রে ইতিমধ্যেই করোনার বলি ১১ হাজার ৮৫৪ জন। শুধু মুম্বইতেই গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮ জন। কাল সারাদিনে সেখানে ৬৪ জনের মৃত্যু হয়েছে। ওই রাজ্যের করোনায় সুস্থতার হার ৫৪.৬২ শতাংশ। আক্রান্তের হার ১৯.৮৫ শতাংশ। মৃতের হার ৩.৮২ শতাংশ। দেশের মধ্যে দ্বিতীয় করোনা বিধ্বস্ত রাজ্যটি হল তামিলনাড়ু। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ৬৯৩। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৪৮১। ১ লক্ষ ২২ হাজার ৭৯৩ জন আক্রান্তকে নিয়ে তৃতীয়স্থানে রয়েছে রাজধানী দিল্লি।আইসিএমআর এর রিপোর্ট বলছে, ১৯ জুলাই পর্যন্ত দেশে কোভিডের জন্য ১ কোটি ৪০ লক্ষ ৪৭ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ১৯ তারিখেই ২ লক্ষ ৫৬ হাজার ৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আরও পড়ুন-Cloud Burst In Uttarakhand: করোনা আতঙ্কের মধ্যেই উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৩, নিখোঁজ ৮

ওয়ার্ল্ডো মিটারের তালিকা অনুসারে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজার ৯৪৭ জন। মৃত্যু মিছিলে শামিল ৬ লক্ষ ৮ হাজার ৯৪২ জন। মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের পরেই বিপর্যস্ত করোনা বিধ্বস্ত দেশের তলাকির তৃতীয় স্থানে রয়েছে ভারত। মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষ ৯৮ হাজার ৫৫০। ব্রাজিলে মোট করোনা রোগী ২০ লক্ষ ৯৯ হাজার ৮৯৬ জন।