Corona (Photo Credit: File Photo)

নতুন দিল্লি,৪ জুলাই: ভারতে করোনা ভাইরাস (Corona Virus) নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। দেশে চতুর্থ ঢেউ (Fourth Wave) আছড়ে পড়া নিয়ে জল্পনার মাঝে সক্রিয় কোভিড আক্রান্তের (Daiky Covid Cases) সংখ্যা ১ লক্ষ ১৪ হাজারের দোরগড়ায়। পাশাপাশি টানা দু দিন ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের উপরে থাকল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী কোভিডে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬ হাজর ১৩৫ জন আক্রান্ত হয়েছেন। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ১৩ হাজার ৮৬৪ জন। ২৪ ঘণ্টার মধ্যে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৫৩জন বেড়ে গিয়েছে। করোনার কারণে ভারতে গত ২৪ ঘণ্টায় ২৪জন মারা গিয়েছেন। দৈনিক সংক্রমণের হার এখন ৪.৮৫%।

ভাল খবর হল, করোনাকে হারিয়ে গতকাল সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৫৮ জন। পাশাপাশি টিকাকরণেও গতি পেয়েছে দেশে। দেশে ১৯৭ কোটি ৯৮ লক্ষ ২১ হাজার ১৯৭টি টিকার ডোক দেওয়া হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৩৮৩ জনকে। আরও পড়ুন: বাড়ির সিঁড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত লালু প্রসাদ যাদব, ভর্তি হাসপাতালে 

দেখুন দেশের করোনা পরিসংখ্যান

দেশে যে দুটি রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি তার মধ্যে মহারাষ্ট্রে কিছুটা কমলেও কেরলে করোনার দাপট এখনও আছে।  কেরলে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারের গোড়ায়। দেশে নয়া করোনা আক্রান্তের ২২.৮৪% আসছে কেরল থেকে।