গতকাল রাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Derailed)। করমণ্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। বালাসোরের কাছে দাঁড়িয়ে থাকা হাওড়া বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে ধাক্কা মেরে উলটে যায় করমন্ডল এক্সপ্রেস। গতি এতটাই বেশি ছিল পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপরে উঠে যায় ইঞ্জিনগুলি। দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ২৩৩ জনের দেহ। । তিনি আরও জানিয়েছেন, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯০০ জন। বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, কটক সহ সে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।
সকাল বেলায় ঘটনাস্থলে পৌছে গেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাঁদের গুরুতর আহত হয়েছে, তাঁদের ২ লাখ টাকা করে এবং বাকি আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী।
#WATCH | Railways Minister Ashwini Vaishnaw reaches accident spot in #Balasore where three trains collided yesterday claiming the lives of 233 people and injuring around 900#OdishaTrainTragedy pic.twitter.com/sevsPnEd1r
— ANI (@ANI) June 3, 2023
#WATCH | The site of the horrific #BalasoreTrainAccident in Odisha where a collision between three trains left 233 dead & around 900 injured. Railways Minister Ashwini Vaishnaw is taking stock of the situation at the spot as search & rescue operation continues.
An ex-gratia of… pic.twitter.com/oTpbba338N
— ANI (@ANI) June 3, 2023