ওডিশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। গত দু দশকে ভারতের সবচেয়ে রেল দুর্ঘটনা হিসেবে এটিকে দেখা হচ্ছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ, ২০০৪ সালের পর এটিই বিশ্বের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। এদিন সকালে দুর্ঘটনাস্থলে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে নয়া দিল্লিতে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর ঘোষণা করা হয়, আজ শনিবারই ওডিশায় বালাসোরে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর কটকে আহতদের সঙ্গে হাসপাতালে কথা বলবেন প্রধানমন্ত্রী।
এদিন, সকালে তাঁর গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জেরে বন্দে ভারতের সূচনার কর্মসূচি বাতিল করেন নরেন্দ্র মোদী। যেভাবে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাটি ঘটে তাতে প্রশাসনের দিকে আঙুল উঠছে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব হয়েছেন বিরোধীরা। আরও পড়ুন-বালেশ্বরে করমন্ডল ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ তাইওয়ান রাষ্ট্রপতির, টুইট করে জানালেন সমবেদনা
দেখুন ভিডিয়ো
More than 300 people died in this unfortunate Train accident #TrainAccident pic.twitter.com/U9Xp1qVpji
— Amir Awan (@Amirawan000) June 3, 2023
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ওডিশার বালাসোরে যাচ্ছেন। মমতা নিজে পুরো পরিস্থিতির দিকে নজর রাখতে চান, কথা বলতে চান আহতদের সঙ্গে। নিহতদের পরিবারে পাশে থাকতে চান দিদি। প্রথমেই আহতদের দেখতে হাসপাতালে যেতে পারেন মমতা। ইতিমধ্যেই তিনি রাজ্যের বিশেষ প্রতিনিধিদলকে বালাসোরে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন। সূত্রের খবর, বিশেষ কপ্টারে তিনি সেখানে উড়ে যাবেন। এদিনই আবার শহরে ফিরে আসবেন মমতা। তবে আবহওয়ার উপর নির্ভর করবে তাঁর সফরসূচি। শুক্রবার রাত থেকেই পরিস্থিতির দিকে নজর রাখছেন মমতা। ওডিশা সরকার ও রেল কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ছবি, ভিডিয়ো দেখে দেশবাসী আঁতকে উঠছে।