
শুক্রবার সুরাটে (Surat) এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে গত বৃহস্পতিবার দুপুরের দিকে রতন চক এলাকায় চলছিল কনভয়ের মহড়া। সেই সময় এক বছর ১৭-এর কিশোর রাস্তার পাশে সাইকেল চালাচ্ছিল। সেই সময় মহড়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্থানীয় থানার এক সাব-ইনস্পেক্টর। অভিযোগ, কিশোরকে রাস্তার মধ্যেই চুলের মুটি ধরে গালে থাপ্পর মারেন ওই পুলিশ অফিসার। এমনকী তাঁকে থানায় নিয়ে গিয়েও হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরেই অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন
প্রকাশ্য রাস্তায় কিশোরকে মারধর পুলিশকর্মীর
নির্যাতিত পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বিকেলে সাইকেল নিয়ে বেরিয়েছিল ছেলেটি। কিন্তু সন্ধ্যা নামার পরেও সে বাড়ি ফিরছিল না। স্বাভাবিকভাবেই চিন্তা হয় সকলের। কিছুক্ষণ বাদে সাইকেল নিয়ে কাঁদতে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে সে। তারপরে সে সমস্তটা জানায়। এরপরেই পরিবারের তরফে থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বি এস গাধভিকে বদলি করা হয়েছে, এবং তাঁর প্রমোশনও আটকে দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ।
দেখুন ভিডিয়ো
Kid on cycle beaten by police during PM
Modi's convoy rehearsal in Surat pic.twitter.com/SOURDLxF8a
— Fight Club 2.0 (@WeneedFight) March 7, 2025
উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কনভয়ের যখন মহড়া চলে তখন সেই রাস্তায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ থাকে। তবে কোনওভাবে সেখানে ঢুকে পড়ে ওই কিশোর। তারপরেই তাঁকে হেনস্থা করেন ওই পুলিশ আধিকারিক। জানা যাচ্ছে, শুক্রবার প্রধানমন্ত্রীর কনভয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর গাধভি। আর এরপরেই তাঁর প্রমোশন হত। কিন্তু তাঁর আগে এই ঘটনায় আপাতত চাপে অভিযুক্ত পুলিশকর্মী।