
থানার সামনে লুকিয়ে বসেছিল এক ব্যক্তি। পুলিশকর্মী যেতেই শিকারীদের মতো অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল সে। কার্যত তির ধনুকের দিয়ে পুলিশকে আহত করল এক ব্যক্তি। শুক্রবার এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow) সিবিআই দফতরের সামনে। হামলাকারী ব্যক্তি আহতের পূর্ব পরিচিত ছিলেন না, এবং সিবিআইয়ের কোনও আধিকারিকের সঙ্গেও পরিচয় নেই বলে জানা যাচ্ছে। ফলে হামলার কারণ এখনও সঠিক নয়। ইতিমধ্যেই আহত পুলিশকর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। এদিকে ঘটনার পর সিবিআই দফতরের সামনেও বাড়ানো হয়েছে নজরদারি।
পুলিশ অফিসারের ওপর হামলা
জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা ১৫ নাগাদ ঘটনাটি ঘটে। আক্রান্ত পুলিশ অফিসার সাব ইনস্পেক্টর বীরেন্দ্র সিংয়ের সিবিআই অফিসেই ডিউটি পড়ে। এদিন সকালে ওই এলাকায় অচেনা লোকটি দেখে তাঁর সন্দেহ হয়। তখন তাঁর সামনে যেতেই ধনুক দিয়ে হামলা করা হয়। তিরটি তাঁর বুকে লাগে এবং রক্তক্ষরণ হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রেফতার অভিযুক্ত
অন্যদিকে আততায়ীকে আটক করে হজরতগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে এফআইআর দায়ের করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাঁর থেকে উদ্ধার হয় ধুনক ও বেশ কয়েকটি তির। যদিও এই হামলার কারণ কী তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।