তেলঙ্গনার শ্রমমন্ত্রী এম মাল্লা রেড্ডি-রক কনভয়ে হামলার ঘটনা ঘট। ঘাটকেশরের এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর গাড়িতে ওঠার পরই মন্ত্রীর দিকে তেড়ে যায় ক্ষিপ্ত জনতা। মনে করা হচ্ছে, মন্ত্রীর কোনও এক কথাতেই জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁর কথার মাঝখানেই অনেকে স্লোগান তুলতে থাকেন, মাল্লা তুমি দূর হটো।
চেয়ার ছুঁড়ে তাঁর কনভয়ের দিকে তেড়ে যায় যায় জনতা। তবে পুলিশ কোনওরকমে মন্ত্রীকে ঘটনাস্থল থেকে বের করে আনে। স্থানীয় মানুষদের দাবি শুনছেন না মন্ত্রী, এই দাবিতেই তাঁর কনভয়ে হামলা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর।
দেখুুন টুইট
Convoy of Telangana Labour Minister M Malla Reddy attacked
Read @ANI Story | https://t.co/CTALVR0EOu#MallaReddy #Telangana pic.twitter.com/lrRBWImuMg
— ANI Digital (@ani_digital) May 30, 2022