লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য পুলওয়ামা কে ব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি। গুরুতর এই অভিযোগটি এনেছেন কেরলের কংগ্রেস সাংসদ অ্যান্টো অ্যান্টনি।  বিজেপির বিরুদ্ধে গুরুতর এই  অভিযোগ করার পরে বুধবার কেরলে রাজনৈতিক  বিতর্ক শুরু হয়। অ্যান্টনি দাবি করেন যে গেরুয়া দল পুলওয়ামা হামলায় নিহত "জওয়ানদের আত্মত্যাগকে কাজে লাগিয়ে" ২০১৯ লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে।একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময়, তিনিএমনও বলেন যে পুলওয়ামা হামলায় পাকিস্তানের কোনও ভূমিকাই নেই। এই ঘটনায় বিজেপির কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, কেরল বিজেপি এই বক্তব্যের প্রেক্ষিতে অ্যান্টনির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হবে বলেও জানায়।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাস।২৫০০ সিআরপিএফ জওয়ান ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ৭৮টি গাড়ি যাচ্ছিল সেনা কনভয়ে।হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ১৪ ফেব্রুয়ারির সেই ঘটনায় ৪০জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। প্রেস কনফারেন্সে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন- যেখানে ৪০ শতাংশ অক্সিজেনের ঘাটতি সহ্য করে চরম জলবায়ু পরিস্থিতি সহ্য করে জাতিকে পাহারা দেওয়ার সময় ৪২ জন জওয়ান শহীদ হলেন, তাঁদের আত্মত্যাগকে কাজে লাগাতে হল নির্বাচনের জয়ের জন্য।কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শাণাতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকার বলছে এবার তাদের নির্বাচনী তুরুপের তাস হল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিধিমালার বিজ্ঞপ্তি। তাঁর মানে এবার সিএএ , তাহলে গতবারের কী ছিল? ছিল পুলওয়ামা। এবং পুলওয়ামা কী ছিল? পুলওয়ামা আমাদের ৪২জন জওয়ানের আত্মত্যাগ ছিল না?,"