নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর: প্রত্যাহারের দাবিতে যখন সরব অনেকেই, তখন উল্টে নাগাল্যান্ডে আরও ৬ মাস বাড়ল বিতর্কিত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা (AFSPA)। ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামের কাছে সেনাবাহিনীর ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের গুলিতে নিহত হন ১৪ জন সাধারণ নাগরিক। পরবর্তী অশান্তি ও হিংসার ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়। সাধারণ নাগরিকদের মৃত্যুর পরই নাগাল্যান্ড থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা (AFSPA) প্রত্যাহারের দাবি ওঠে।
কয়েকদিন আগেই বিতর্কিত আফস্পা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাস হয়েছে নাগাল্যান্ড বিধানসভায়। তারপরই আফস্পা প্রত্যাহার করার বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গুলিকাণ্ডে স্পেশাল ইনভেশটিগেশন টিম তদন্তে নেমেছে। বিশেষ তদন্তকারী দলে প্রথম ৮ সদস্য থাকলেও পরে তা বেড়ে ২২ সদস্যের হয়েছে। দলে রয়েছেন ৫ জন পুলিশ আধিকারিকও। ২২ জন সদস্যকে আলাদা আলাদা ৭টি দলে ভাগ করে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। সেদিনের ঘটনায় জড়িত জওয়ান ও আধিকারিকদের বয়ান রেকর্ডও করতে পারবে সিট। এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সেনা।