নতুন দিল্লি, ৯ জুলাই: শুক্রবার অপরিবর্তিত রইল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। ব্যারেল প্রতি ৭৭ ডলার বেড়ে যাওয়ার পর খানিকটা রাশ টানা হলো। গতকাল রাজধানী দিল্লিতে (Delhi) পেট্রলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৯ পয়সা বাড়ে। আজ সেই দাম অপরিবর্তিত থাকে। সেখানে পেট্রলের দাম প্রতি লিটারে ১০০.৫৬ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৬২ টাকা। কলকাতায় ৩৯ পয়সা বেড়ে আজও পেট্রলের দাম লিটার প্রতি ১০০ টাকা ৬২ পয়সা। ডিজেলের (Diesel Price) দাম ৯২ টাকা ৬৫ পয়সা।
মুম্বইতে গত ২৯ জুনই ১০০ ছাড়িয়েছে পেট্রলের দাম। এখানে পেট্রলের দাম ১০৬.৫৯ টাকা। ডিজেলের দাম লিটারে ৯৭.১৮ টাকা। চেন্নাইতেও দিন কয়েক আগে পেট্রলের দাম সেঞ্চুরি পার করেছে। আজ, সেখানে পেট্রলের দাম প্রতি লিটারে ১০১.৩৭ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.১৫ টাকা। বেঙ্গালুরু, হায়দেরাবাদ, ভুবনেশ্বরে আগেই ১০০ ছড়িয়েছিল পেট্রলের দাম। আরও পড়ুন, পড়শির বাড়িতে খেলতে যাওয়ায় অপরাধ, লাঠিপেটা করে মেয়ের হাত পোড়াল মা
গত ২০১৪ সালের বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৮ ডলার প্রতি ব্যারেল। তখন পেট্রলের দাম ছিল লিটার প্রতি ৭৫ টাকা ৫১ পয়সা। ডিজেল (Diesel) ছিল ৫৭ টাকা ২৮ পয়সা। এখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু কমে হয়েছে ৭৭ ডলার। তবুও দাম বাড়িয়ে চলেছে কেন্দ্র।
সবমিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বাজারদর, সবেতেই আগুন দাম। ব্যাপক প্রভাব পড়েছে পরিবহনে। দ্বিতীয় ঢেউয়ের পর সাধারণ মানুষ কেউ কাজ হারিয়েছে, কেউবা বেকার। এই হারে মূল্যবৃদ্ধি হলে সাধারণ মানুষের জীবন নির্বাহ করা দায় হয়ে যাবে।