দিল্লি, ২৮ জুলাই: কংগ্রেস (Congress) এবং তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদরা কোনওভাবেই লোকসভার (Parliament) অধিবেশন চলতে দিচ্ছেন না। বুধবার এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, যে কোনও বিষয় নিয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সাংসদরা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু তার একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত।
অনুরাগ আরও বলেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সাংসদরা অদ্যক্ষের কাছে গিয়ে কাগজ ছিঁড়ে ফেলছেন। মিডিয়া গ্যালারিতে যাচ্ছেন, কালো পতাকা দেখাচ্ছেন বলে অভিযোগ করেন অনুরাগ ঠাকুর। হই হট্টগোল না করে বিরোধীরা কেন আলোচনা করছেন না বলেও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী।
Congress&TMC MPs tried not to let Parliament function today. They can register their protest but that too has a limit. They threw papers on Speaker, ministers & even at media gallery & showed placards. Why is Opposition running away from discussions?: Union Minister Anurag Thakur pic.twitter.com/02XkNLD7NP
— ANI (@ANI) July 28, 2021
এদিকে বুধবার অধিবেশন শুরু হতেই খেলা হবে বলে স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, পেগাসাস (Pegasus), কৃষক আন্দোলন নিয়ে আলোোচনা করতে হবে বলে জানান রাহুল গান্ধী।