নতুন দিল্লি, ১২ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে (Anti CAB Protest) ক্ষোভে ফেটে পড়েছে সমগ্র উত্তর-পূর্ব ভারত। এমতাবস্থায় অসমে জ্বলছে আগুন। অশান্ত অসমকে শান্তির প্রলেপ দিতে নরেন্দ্র মোদি (PM Modi) টুইটারে (Tweet) বার্তা দিয়েছেন, অসমের ভাইবোনদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তাঁদের অধিকার রক্ষায় সদাসর্বদা তৈরি আছেন প্রধানমন্ত্রী ও তাঁর সরকার। টুইটারে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী, আর উত্তপ্ত অসমে (Assam) অশান্তি এড়াতে বন্ধ ইন্টারনেট পরিষেবা। অসমকে শান্ত করতে চান, নাকি সারা বিশ্বকে দেখাতে চান অসমের জন্য তিনি ও তাঁর সরকার কতটা উদ্বিগ্ন। এই আশ্বাসবাণী যে অসমের বাসিন্দাদের কাছে পৌঁছাবে না তা কি প্রধানমন্ত্রী জানেন না? পাল্টা টুইটে নমোর উদ্দেশ্যে কটাক্ষ করেছে বিরোধী কংগ্রেস (Congress)।
এদিন সকালেই টুইট বার্তায় অশান্ত অসমকে শান্ত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লিখেছেন, ৬ ধারা অনুযায়ী অসমবাসীর রাজনৈতিক, ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার রক্ষায় সাংবিধানির যে রক্ষাকবচ রয়েছে, তা রক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার ও আমি। অসমিয়াদের অধিকার কেড়ে নেওয়া হবে না। অসমে আমার ভাই ও বোনেদের আশ্বাস দিয়ে জানাতে চাই যে, CAB পাশ হওয়ায় তাঁদের চিন্তার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার, অনন্য পরিচয় ও সুন্দর সংস্কৃতিকে কেড়ে নেবে না। সেগুলি চলতেই থাকবে এবং আরও ফুলে ফেঁপে উঠবে।” আরও পড়ুন-PM Modi Tweets as Anti-CAB Protests Flare Up Across Assam: ‘ আপনাদের কোনও অধিকার কেউ কেড়ে নেবে না’, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তপ্ত অসমকে আশ্বাস প্রধানমন্ত্রীর
Our brothers & sisters in Assam cannot read your 'reassuring' message Modiji, in case you've forgotten, their internet has been cut off. https://t.co/mWzR9uPgKh
— Congress (@INCIndia) December 12, 2019
এদিকে টুইটারে যখন অসম নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন প্রধানমন্ত্রী তখন নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill, 2019) নিয়ে বিক্ষোভের জেরে অসমের (Assam) ১০টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা (Internet)। প্রথমে আজ সন্ধে পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকার কথা থাকলেও পরিস্থিতির ভয়াবহতার কথা বিবেচনা করে আগামী বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট। একই অবস্থা ত্রিপুরাতেও। দু জায়গাতেই নেমেছে সেনা। চলছে ফ্ল্যাগ মার্চ। তাই প্রধানমন্ত্রীর টুইট যে অসমের বাসিন্দারা দেখতে পাবেন না তানিয়ে কোনও সন্দেহ নেই। তাহলে ঠিক কাদের কাছে নিজের কাজের জবাবদিহি করতে চাইলেন তিনি। তানিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস।