দিল্লির হোটেলে ইন্ডিয়া জোটের গ্র্যান্ড ডিনার পার্টি (ছবিঃX)

নয়াদিল্লিঃ সোমবার রাতে দিল্লিতে (Delhi) হাট কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Congress president Mallikarjun Kharge)ডাকে নৈশভোজে (Dinner Party) হাজির ছিলেন ইন্ডিয়া জোটের (India Bloc) সাংসদেরা দিল্লির বিখ্যাত তাজ প্যালেস হোটেলের এই পার্টিতে হাজির ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জয়া বচ্চন, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সঞ্জয় রাউতরা এছাড়া উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিম্পল যাদবরা আড্ডা, খাওয়া-দাওয়ার মাঝে সমসাময়িক অবস্থা নিয়েও বিস্তর আলোচনা হয় এই ডিনারপার্টিতে এমনটাই সূত্রে খবর

দিল্লির হোটেলে ইন্ডিয়া জোটের গ্র্যান্ড ডিনার পার্টি

সোম সকালেই সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে মিছিল করেন বিরোধী সাংসদেরাভোট চুরি’ লেখা প্ল্যাকার্ডে মিছিল করেন তাঁরা। এর আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা নৈশভোজে মিলিত হন সেই পার্টিতেইভোট চুরি মডেল’-এর অভিযোগে এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধী সাফ বলেন, "এ লড়াই রাজনৈতিক নয়, সংবিধান বাঁচানোর লড়াই।" তিনি আরও বলেন, "এক ব্যক্তি, এক ভোটই আমাদের একমাত্র দাবি"

দিল্লিতে চাঁদের হাট, তাজ প্যালেসে ডিনার পার্টিতে রাহুল সোনিয়ারা, উপলক্ষ কী?