দীর্ঘ প্রতীক্ষিত কংগ্রেস সভাপতি নির্বাচনের (Congress President Election) ফলাফল প্রকাশ পাবে আজ। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে গণনা। গণনার কাজে তদারকি করতে জাতীয় কংগ্রেসের সদর দফতরে পৌছে গেছেন নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রী।সভাপতি পদপ্রার্থী মল্লিকার্জুন খার্গের গণনা এজেন্ট গৌরব গগৈও সদর দফতরে এসে পৌঁছেছেন।
Congress Central Election Authority chairman Madhusudan Mistry arrives at the party HQ in Delhi. Counting of votes for the party's presidential election will begin shortly
Gaurav Gogoi,counting agent of the party's presidential candidate Mallikarjun Kharge also arrives at the HQ pic.twitter.com/mYw7pLqOEK
— ANI (@ANI) October 19, 2022
সভাপতি নির্বাচনে মুখোমুখি হয়েছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবং তিরবন্তপুরমের সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। কংগ্রেস সভাপতি নির্বাচনে ৯৮৫০ জন প্রতিনিধি প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভোট দিয়েছেন দেশজুড়ে। যা বৈধ ভোটারদের প্রায় ৯৬% । এখন অপেক্ষা সোনিয়া গান্ধীর নেমপ্লেট সরিয়ে কার নেমপ্লেট বসবে জাতীয় কংগ্রেসের সদর দফতরে।