আজ সোমবার (১৭ অক্টোবর), কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ। লড়াইয়ের ময়দানে দলের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়্গের মুখোমুখি হবেন শশী থারুর। তাদের ভাগ্য নির্ধারণ করবেন ৯,৮৫০ জন প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধি। দলের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবারের মতো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দলের পরবর্তী সভাপতি নির্ধারণ করা হচ্ছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ফলাফল জানা যাবে ১৯ অক্টোবর।

দিল্লির পাশাপাশি প্রতিটি রাজ্যে কংগ্রেসের অফিসে চলবে ভোটগ্রহণ।দিল্লিতে অল ইন্ডিয়া প্রদেশ কংগ্রেস কমিটির সদর দফতর ছাড়াও দেশের ৬৫ পোলিং বুথে ভোট নেওয়া হবে।১৯৯৭ সালে শেষবার সভাপতি পদে নির্বাচন হয়েছিল, সেবার কংগ্রেস সভাপতি পদে আসেন সীতারাম কেশরী। এবার দেখার বাজিমাত করে কে ?