শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর: একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা ভোট শুরুর একদিন আগে জম্মু-কাশ্মীরবাসীর জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। 'হাত বদলেগা হালাত'স্লোগান দিয়ে এই ইস্তেহার প্রকাশ করল হাত শিবির। ভূ-স্বর্গে ক্ষমতায় এলে জম্মু-কাশ্মীর-কে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া, স্থানীয় মানুষের চাকরী ও কর্মসংস্থান, বিগত কয়েক বছর ধরে চলা জম্মু-কাশ্মীরে ওঠা বিভিন্ন দুর্নীতিতে শ্বেতপ্রকাশ করার কথা ইস্তেহারে জানাল কংগ্রেস।
তবে সংবিধানের ৩৭০ ধারা নিয়ে কোনও ঘোষণা থাকল না। ভূ স্বর্গে বিজেপি-র ইস্তেহারে রাজ্যের বয়স্ক মহিলাদের জন্য বার্ষিক ১৮ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
দেখুন শ্রীনগরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস
#WATCH | Srinagar, J&K: Congress party launches their party for the upcoming Jammu and Kashmir Elections 2024 pic.twitter.com/IG6WM9gipi
— ANI (@ANI) September 16, 2024
এবারও ভূ স্বর্গে কংগ্রেস জোট গড়ে লড়ছে ন্যাশানল কনফারেন্সের সঙ্গে। ফারুক-ওমর আবদুল্লার পার্টি এনসি, কংগ্রেসের ইন্ডিয়া জোটে একটি করে আসনে লড়ছে সিপিআইএম ও জম্মু-কাশ্মীর প্যান্থার্স পার্টি। ৯০ আসনের জম্মু-কাশ্মীরের বিধানসভায় এনসি ৫১টি, কংগ্রেস ৩২টি আসনে লড়বে। পাঁচটি আসনে 'বন্ধুত্বপূর্ণ' লড়াই হবে এনসি ও কংগ্রেসের মধ্যে। বুধবার, ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় ভূ স্বর্গে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। উপত্যকায় ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর বাকি দুটি দফায় ভোটগ্রহণ হবে। দীর্ঘ ১০ বছর পর ভূ স্বর্গে বিধানসভা নির্বাচন হচ্ছে।