নয়াদিল্লি: হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে জয়ের পর কিছু বিষয় নিয়ে যেন স্থির সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস! তারা ঠিক করেছে যেখানে বিজেপিকে হারিয়ে জয়ের সম্ভাবনা রয়েছে সেখানে সর্বশক্তি প্রয়োগ করবে তারা। আর হাতে থাকা তুরুপের তাস বের করবে প্রয়োজন মতো। ওস্তাদের মার দেখাবে শেষ রাতে।
কর্নাটকে নির্বাচন (Karnataka Elections 2023) উপলক্ষে কংগ্রেস যে তারকা প্রচারকদের তালিকা বের করেছিল তাতে নাম ছিল সোনিয়া গান্ধীর। কিন্তু, এতদিন দলের কোনও নির্বাচনী প্রচারেই দেখা যায়নি কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে (Congress parliamentary party chairperson Sonia Gandhi )। এখন বিজেপি বিধায়কের বিষ কন্যা মন্তব্য নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই জানা গেলে আগামী ৬ মে হুব্বালি জেলায় (Hubbali district) নির্বাচনী জনসভা করবেন তিনি। এই সভা দিয়েই শুরু হবে তার প্রচার সফর। আরও পড়ুন: Churachandpur Clash: মণিপুরের চূড়াচন্দ্রপুরে তুমুল গণ্ডগোলের জেরে ভাঙল একাধিক বাড়ি, ঘটনাস্থলের ভিডিয়ো
Congress parliamentary party chairperson Sonia Gandhi to debut in the campaign for #KarnatakaElections2023 on 6th May. She will be addressing a rally in Hubbali district that day: Sources pic.twitter.com/WirWeQMVL5
— ANI (@ANI) May 3, 2023