দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Elections 2025) সম্মুখ সমরে বিজেপি বিরোধী INDIA শিবিরের দুই দল আম আদমি পার্টি (AAP) ও কংগ্রেস (Congress)। গতকাল, সোমবার দিল্লিতে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী ও অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)মধ্যে কোনও ফারাক নেই বলে আপ-কে তোপ দাগেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাল্টা রাহুল গান্ধীকে সোশ্যাল মিডিয়া পোস্টে তোপ দাগেন কেজরিওয়াল। এমন সময় ইন্ডিয়া শিবিরের দল তথা বিরোধী জোটের সবচেয়ে অভিজ্ঞ নেতা শরদ পাওয়ার মুখ খুললেন।
দিল্লি নির্বাচনে নিয়ে মুখ খুললেন শরদ পাওয়ার
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থনের কথা ঘোষণা করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কংগ্রেসের চেয়ে দিল্লিতে বিজেপি বিরোধী শক্তি হিসেবে আপ অনেক বেশী মজবুত বলে মনে করায় কেজরির দিকেই সমর্থনের হাত বাড়ালেন শরদ পাওয়ার। প্রয়োজনে আপ-কে সাহায্য করতেও তিনি প্রস্তুত বলে দেশের রাজনীতির ;সুপার পাওয়ার চানক্য' বললেন। এর আগে তৃণমূল কংগ্রেসও আসন্ন দিল্লি ভোটে কেজরিওয়ালকে সমর্থনের কথা ঘোষণা করেছে।
INDIA জোট শুধু লোকসভায়: শরদ পাওয়ার
কেজরিওয়ালের বিরুদ্ধে রাহুল গান্ধীর তোপ দাগা নিয়ে শরদ পাওয়ার বলেন, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা আগেই বলেছিলাম রাজ্যস্তর ও স্থনীয় নির্বাচনে ইন্ডিয়া জোট সম্ভব নয়। কারণ রাজ্য ও স্থানীয় নির্বাচনে সমীকরণ একেবারে আলাদা হয়। বেশ কিছু জায়গায় বিধানসভা ভোটে ইন্ডিয়া শিবিরের দলেরা আসন সমঝোতা করে লড়লে তাতে বিজেপির সুবিধা হয়ে যাবে। তাই দিল্লিতে যা হচ্ছে তাতে দেশের রাজনীতিতে ইন্ডিয়া জোটের কোনও ক্ষতি হবে না বলে শরদ পাওয়ার জানালেন।
কেজরিওয়ালকে সমর্থনের ঘোষণা শরদ পাওয়ারের
Mumbai, Maharashtra | On Delhi elections, NCP-SCP chief Sharad Pawar says ", my feeling is that we should help Arvind Kejriwal..."
On INDIA alliance, NCP-SCP chief Sharad Pawar says "There has never been any discussion on state and local elections in… pic.twitter.com/RvUpYJ2qIg
— ANI (@ANI) January 14, 2025
মহারাষ্ট্রে কী বিরোধী জোট থাকবে?
মহারাষ্ট্রে আসন্ন পৌরসভা নির্বাচনে কংগ্রেস, শিবসেনা (উদ্ধভ ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার)-র মধ্যে জোট হবে না তা নিয়ে শরদ পাওয়ার বললেন, " আগামী ৮-১০ দিনের মধ্যে আমরা নিজেদের মধ্যে বৈঠকে ঠিক করব আমরা একসঙ্গে লড়ব না নাকি একা।