Adhir Ranjan, Mallikarjun Kharge (Photo Credit: ANI/Twitter)

লোকসভা সহ চার রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রচারে জোর কদমে নামছে কংগ্রেস। তার আগে দলের ১৬ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রসের ১৬ সদস্যের নির্বাচনী কমিটিতে সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও আছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সলমন খুরশিদের মত দলের শীর্ষ নেতারা। তবে নেই প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-র নাম।

নির্বাচনের চূড়ান্ত রণকৌশল থেকে প্রচার কৌশল, প্রার্থী নির্বাচন সহ গুরুত্বপূর্ণ কাজের জন্য বাছা এই কমিটিতে আছেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর যেভাবে একা গড় রক্ষা করে নির্বাচনে জেতেন, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় হাত শিবির। অম্বিকা সোনি, মধুসুধন মিস্ত্রী, উত্তম কুমার রেড্ডি থেকে টিএস সিং দেও, কেসি ভেনুগোপাল, মহম্মদ জাভেদ, পিএল পুনিয়া, কেজি জর্জের মত নেতারা আছেন কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ কমিটিতে। আরও পড়ুন-কোন তিন লক্ষ্য নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩? জানালেন ইসরো বিজ্ঞানী

দেখুন টুইট

লোকসভা নির্বাচনে এগিয়ে আনা হতে পারে বলে এখন থেকে ময়দানে ঝাঁপাতে চায় কংগ্রেস। আগামী ৭ সেপ্টেম্বর ভারত জড়ো যাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশের প্রতিটি জেলায় ওই দিন ভারত জোড়ো যাত্রা-র আয়োজন করছে কংগ্রেস। এখন থেকে প্রার্থী তালিকা নিয়েও চিন্তাভাবনা শুরু করছে হাত শিবির।