সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে মোদী সরকার। এই প্রতিনিধি দলে শাসক-বিরোধী দুই দলেরই সদস্য রয়েছে, যাঁরা জাপান, রাশিয়া, ইতালি, ইজিপ্ট, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে যাচ্ছেন। এই মুহূর্তে আমেরিকায় ওয়াশিংটন ডিসি-তে রয়েছেন শশী থারুর, তেজস্বী সূর্যরা। সেখানে পাকিস্তানের অসহায় দেখানোর মুখোশ থুলছেন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। ওয়াশিংটন ডিসি-তে বক্তব্য রাখেন শশী থারুর (Shashi Tharoor)।

মার্কিন মুলুকে শশী থারুররা

তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত যত দেশে ঘুরেছি, সেই সব দেশের প্রতিনিধিরা সকলেই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আসলে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের বোঝাতে এসেছি, যার জন্য সময় ব্যয় করতে আমরা প্রস্তুত ছিলাম না। আসলে আমরা এমন একটি দেশের নাগরিক, যেখানে সবসময় উন্নয়ন, প্রগতি নিয়ে নিয়েই কাজ করি। দেশকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। দা্রিদ্রসীমার নিচে যাঁরা রয়েছেন, তাঁদের টেনে ওপরে তোলার চেষ্টা করছি।

জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া মন্তব্য শশী থারুরের

শশী থারুর আরও বলেন, “দুঃখের বিষয় হল, এমন একটি প্রগতিশীল দেশের ওপর জঙ্গি হামলা করে আমাদের থামানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। তবে সীমান্ত এলাকা যেভাবে হামলা করা হয়েছে, তার ওপর আমরা কেউই চুপ থাকতে পারিনি। এভাবে জঙ্গি হামলা করলে তার মূল্য অবশ্যই চোকাতে হবে। আমরা প্রতিনিয়ত এই জঙ্গি হামলা সহ্য করব না”।