ক্রিস্টোফার লুক্সন ও রাহুল গান্ধী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ পাঁচদিনের সফরে ভারতে এসেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন(New Zealand PM Christopher Luxon)। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। কিউয়ি প্রধানমন্ত্রীকে দেশের নানা ঐতিহ্যপূর্ণ স্থান ঘুরে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। সোমবার দিল্লির বিখ্যাত রাকাবগঞ্জ গুরুদ্বার পরিদর্শনে যান লুক্সন। সঙ্গে ছিলেন মোদী। এদিনগুরু গ্রন্থসাহেবের সামনে মাথা নত করতে দেখা যায় দুই রাষ্ট্রনেতাকে। আজ, মঙ্গলবারও ঠাসা কর্মসূচি রয়েছে লুক্সনের। এদিন সকালেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Congress MP Rahul Gandhi) সঙ্গে দেখা করেন তিনি। দিল্লিতেই সাক্ষাৎ হয় দু'জনের। সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে রাহুল-লুক্সন সাক্ষাতের ছবি।

কিউয়ি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর

প্রসঙ্গত, রবিবার দুপুরে দিল্লিতে পা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। বিমানবন্দরে কিউয়ি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী এস বাঘেল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতে এসেছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ভারতে এসে রাইসিনা ডায়লগের দশম সংস্করণে বক্তব্য রেখেছেন লুক্সন।

 ভারত সফরে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর