Photo Credits: PTI

নয়াদিল্লি: আদানি-সহ একাধিক ইস্যুতে বুধবার লোকসভায় তর্কযুদ্ধ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ও বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর (Congress MP Adhir Ranjan Chowdhury)। হিডেনবার্গের রিপোর্টের (Hindenburg report) ভিত্তিতে আদানি গ্রুপ (Adani Group) যখন সমস্যায় রয়েছে তখন কেন্দ্রীয় সরকার কেন তাদের সমর্থন জানাচ্ছে এই নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। পাশাপাশি কংগ্রেস আমলে জাতপাতের রাজনীতি প্রবল হয়েছে বলেও লোকসভায় দাবি করেন তিনি। যার উত্তরে কংগ্রেসের আমলে হওয়া বিভিন্ন ধরনের ঘটনার কথা উল্লেখ করে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন অমিত শাহ। দেশবাসীকে কংগ্রেস ভুল বোঝানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার আদানি ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে আক্রমণ করে লোকসভায় অধীর বলেন, "রাহুল গান্ধী একদম ঠিক জায়গায় আঘাত করেছেন। আর তার ফলেও আতঙ্ক তৈরি হয়েছে বিজেপির মধ্যে। এই প্রথম কোনও শাসকদল একজন ব্যবসায়ীর হয়ে সালিশি করছে। আমরা কখনও বলিনি যে এটা আমাদের বক্তব্য। এটা হিডেনবার্গের রিপোর্টে প্রকাশিত হয়েছে আর তাই আমরা বিষয়টি সম্পর্কে জানতে চাইছি। এতে অন্যায়ের কী আছে। এর আগে আমরা কোনওদিন রাষ্ট্রপতির ধর্ম বা সম্প্রদায় নিয়ে কোনও কথা শুনিনি। কিন্তু, এই প্রথম সারাদেশে প্রচার চালানো হচ্ছে যে বিজেপি একজন আদিবাসীকে রাষ্ট্রপতি বানিয়েছে। আসলে এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে। আপনারা রাহুল গান্ধীকে পাপ্পু বানাতে গেছিলেন কিন্তু, তিনি আপনাদেরই পাপ্পু বানিয়ে দিয়েছেন।"

দেখুন ভিডিয়ো: