Photo Credits: ANI

হুব্বালি: শনিবারই কর্নাটকে (Karnataka) হুব্বালিতে (Hubballi) প্রথম নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Congress leader Sonia Gandhi)। আর শুরুতেই বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণের সুর চড়া করতে দেখা গেল তাঁকে। ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য নিয়েও মন্তব্য করলেন।

এপ্রসঙ্গে তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) সেই সমস্ত মানুষের বিরুদ্ধে করা হয়েছিল যাদের কাজ শুধুমাত্র হিংসা (hatred) ছড়ানো। এই সমস্ত মানুষরা কোনওদিন কর্নাটকের উন্নতি (development) করতে পারবে না। ভারত জোড়ো যাত্রার জন্য উদ্বিগ্ন (perturbed) হয়ে পড়েছে বিজেপি। ওদের দলের লোকেরা কোনও প্রশ্নের উত্তর দিতে চায় না। তারা মনে করে গণতান্ত্রিক আদর্শ (democratic principles) তাদের পকেটে। এইভাবে কি গণতন্ত্র (democracy) কাজ করে?"

বিজেপি সরকার কর্নাটক ও দেশকে লুট করছে অভিযোগ জানিয়ে সোনিয়া গান্ধী বলেন, "বিজেপি সরকার যেভাবে লুট, মিথ্যে,অহংকার ও ঘৃণার পরিবেশ তৈরি করেছে তাতে না কর্নাটকের উন্নতি হবে না দেশের। এই ধরনের মানুষরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে যদি বিজেপি নির্বাচনে হেরে যায় তাহলে কর্নাটক প্রধানমন্ত্রী মোদির আর্শীবাদ (PM Modi's blessing) পাবে না। আমি তাদের বলতে চাই কর্নাটকের মানুষ কাপুরুষ (cowardly) ও লোভী (greedy) নয়। বিজেপির মনে হয় মানুষের ভবিষ্যৎ সরকারের আর্শীবাদের উপর নির্ভর করে।"