Photo Credits: ANI

আনেকাল: কয়েকদিন ধরে অশান্তির আগুনে বিপর্যস্ত হয়ে পড়েছে মণিপুরের (Manipur Violence) জনজীবন। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা এখনও কমেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্নাটকের (Karnataka) আনেকালে (Anekal) নির্বাচনী জনসভা করতে গিয়ে মণিপুরে অশান্তির জন্য বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi)।

এপ্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "মণিপুরে যা ঘটছে তার কারণ ঘৃণার রাজনীতি (hate politics)। ঘৃণার রাজনীতির কারণেই আজ জ্বলছে (burning) মণিপুর। আমরা এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধেই ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছিলাম।" আরও পড়ুন: Indian Army: মণিপুর থেকে উদ্ধার গর্ভবতী মহিলাদের সদ্যোজাত সন্তানের মঙ্গল কামনায় শুভেচ্ছাবার্তা ভারতীয় সেনার, মানবিক ভিডিয়ো