লখনউ, ৫ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেসের মুখ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। প্রিয়াঙ্কার নেতৃত্বে উত্তরপ্রদেশে এবার বেশ ভাল লড়ছে কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং, রায়বারেলির বিধায়ক অদিতি সিংয়ের মত নেতা-নেত্রীরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেও প্রিয়াঙ্কার প্রচার প্রশংসা পাচ্ছে। প্রার্থী বাছাই, মহিলা ভোটারদের পাশে পেতে প্রিয়াঙ্কার উদ্যোগ মন জিতছে। আজ, শনিবার আলিগড়ে প্রিয়াঙ্কা গান্ধী রোড শোয়ে বেশ ভিড় হল।
বাড়ি বাড়ি প্রচারেও ভাল সাড়া পাচ্ছেন রাজীব-সোনিয়া তনয়া। কিন্তু এখন প্রশ্ন প্রচারে ভাল সাড়া পেলেও প্রিয়াঙ্কার জনপ্রিয়তা কংগ্রেসের ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে কি? আমেথির মত চিরকালীন কংগ্রেস গড়ও গত লোকসভায় হাতছাড়া হয় কংগ্রেসের। সোনিয়া গান্ধীর রায়বেরালিতেও দল ছেড়েছেন বিধায়ক সহ নেতা-কর্মীরা। আরও পড়ুন: প্রথম দফায় ১৫ জন নিরক্ষর প্রার্থী, ১২৫ জন পড়েছেন ক্লাস এইট পর্যন্ত
দেখুন টুইট
#WATCH | Uttar Pradesh: Congress leader Priyanka Gandhi Vadra conducts a roadshow in Aligarh ahead of #UPAssemblypolls2022 pic.twitter.com/CdGAVS4i5N
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 5, 2022
এর মধ্যে উত্তরপ্রদেশে কংগ্রেস দুই ডিজিট পাড় করতে পারলেও প্রিয়াঙ্কা সফল হবেন বলে অনেকের মত। কংগ্রেস একাই লড়ছে এবারের ভোটে। তবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী না দিয়ে, ভোট পরবর্তী জোটের রাস্তা খুলে রেখেছে কংগ্রেস। এবার ইউপিতে কংগ্রেসের ভোটার তালিকায় মহিলা ও তরুণ কর্মীদের প্রার্থী তালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে।