গুলাম নবী আজাদ(Photo Credit: IANS)

নতুন দিল্লি, ১৬ অক্টোবর: করোনা আক্রান্ত প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। আজ তিনি নিজেই এই খবর দিয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ আজাদ বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন। এর আগে কংগ্রেসের আরেক প্রবীণ নেতা আহমেদ প্যাটেল, মতিলাল ভোরা এবং অভিষেক মনু সিংভি করোনা ভাইরাসে আক্রান্ত হন। সিংভি সুস্থ হয়ে উঠলেও অন্যরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও অনেক কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব, দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রয়েছেন।

দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৯ জন। তার মধ্যে ৮ লাখ ৪ হাজার ৫২৮ জনের বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৫৩ হাজার ৭৮০ জন। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ১৬১ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।