বনধ/ প্রতীকী ছবি (Photo Credits: PTI)

আমেদাবাদ. ৯ সেপ্টেম্বর: গুজরাটে বনধের পথে কংগ্রেস। আগামিকাল, শনিবার গোটা গুজরাটে ৪ ঘণ্টার প্রতীকী বনধের ডাক দিল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র রাজ্যে বেড়েই চলেছে বেকারত্ব, সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই ইস্যুতে গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকারকে চাপে রাখতে আন্দোলনের চূড়ান্ত হাতিয়ারকে ব্যবহার করল হাত শিবির। তবে বনধ-এর কারণে যাতে রাজ্যের বড় আর্থিক ক্ষতি না হয়, তাই দিন হিসেবে অর্ধদিবস কাজের শনিবারকেই বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি দোকান, বাজার ছাড়া অফিস বা সরকারী বাস পরিষেবাকে প্রতীকী বনধ-এর বাইরে রেখেছে কংগ্রেস। বনধ-এর সময় গোটা রাজ্যের সব জায়গায় মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে ধরনায় বসবেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। তবে তাতে যাতে জরুরি পরিষেবা, সরকারী বাস চলাচল বন্ধ না হয় সে ব্যাপারে জোর দিচ্ছে হাত শিবির। এমনই জানান গুজরাট কংগ্রেসের প্রধান আল্পেশ ঠাকুর।

গুজরাট কংগ্রেসের কাছে রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের কাছে অনুরোধ করে বলা হয়েছে, তাঁরা যেন শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা, চার ঘণ্টার জন্য তাদের ব্যবসা, দোকান, ব্যবসায়ীক যাবতীয় কাজকর্ম বনধ রাখেন। দ্রবমূল্য, বেকারত্ব সহ গুজরাটের সাধারণ মানুষদের ওপর ভোগন্তিতে পাশে থাকার বার্তা দিতেই কংগ্রেসের চার ঘণ্টার প্রতীকী বনধ-এ সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের আবেদন জানাল হাত শিবির। আরও পড়ুন-মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল

কংগ্রেসের বক্তব্য হল, গুজরাটে ৪ লক্ষ ৩৬ হাজারের বেশি যুবক পুরোপুরি বেকার। অথচ মোদী রাজ্যে সরকারী শূন্যপদ সাড়ে ৪ লক্ষের ওপরে। রাজ্যের ২৭ হাজার স্কুল শিক্ষকের শূন্যপদ পড়ে আছে বলেও গুজরাট কংগ্রেস জানিয়েছে। গুজরাটে বেশ কিছু সরকারী হাসপাতালের অবস্থা শোচনীয় বলেও কংগ্রেসের অভিযোগ। রাজ্যের বহু সরকারী হাসপাতালে ডাক্তার নেই বলেও অভিযোগ।

মোদীর রাজ্যে গ্যাস সিলিন্ডার ১ হাজার ৬০ টাকা, ভোজ্য তেল ৩ হাজারা টাকা, পেট্রোলের দর ৯৫ টাকা ছাড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দরও আকাশছোঁয়া বলে কংগ্রেসের অভিযোগ। আর তাই শনিবার প্রতীকী বনধ ডেকে বড় প্রতিবাদে নামছে গুজরাট কংগ্রেস।

ক দিন আগে আমেদাবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘোষণা করেন, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষদের ঋণ মকুব, ৫০০ টাকায় গ্যাস, বিনামূল্যে বিদ্যুত, ৩ হাজার নতুন ইংরেজি মিডিয়াম স্কুল ও ১০ লক্ষ নতুন চাকরি দেওয়া হবে। পাশাপাশি গুজরাটে কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষমা করেন রাহুল।