সিমলা: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বন্যা (flood) পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী (Congress General Secretary Priyanka Gandhi)। সেই সঙ্গে রাজ্যের ক্ষমতায় কোন রাজনৈতিক দল রয়েছে তা বিচার না করে নিজেদের কর্তব্য পালন করার পরামর্শ দেন।
বুধবার সকালে হিমাচল প্রদেশের সিমলার (Shimla) বন্যাদুর্গত এলাকাগুলিতে (flood-hit area) গিয়ে ত্রাণ কার্য (relief) ও পুনর্বাসনের (rehabilitation) ব্যবস্থাগুলি পরিদর্শন করেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু (Himachal Pradesh CM Sukhvinder Sukhu)। শিব বাওয়ারি (Shiv Bawari) এলাকায় গিয়ে বন্যার ফলে মৃতদের পরিবার ও সর্বশ্রান্ত হওয়া মানুষদের সঙ্গে কথা বলেন তাঁরা। আরও পড়ুন: Indian Army Dog Kent: রাজৌরি এনকাউন্টারে শহিদ সেনা কুকুর কেন্ট-কে শেষ শ্রদ্ধা জানালেন ভারতীয় জওয়ানরা, আবেগঘন ভিডিয়ো
#HimachalPradesh CM #SukhvinderSukhu and #Congress General Secretary #PriyankaGandhi took stock of relief and rehabilitation efforts in the disaster-affected areas of #Shimla.
Both interacted with affected families at Shiv Bawari and expressed grief over the loss of life and… pic.twitter.com/Dj5CN7AnAo
— IANS (@ians_india) September 13, 2023