দেশের প্রাচীনতম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস আজ তার ১৩৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। এই উপলক্ষে সেজে উঠেছে দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের সদর দফতর। মূল অনুষ্ঠানটি এখানেই হবে।তবে দেশের অন্যান্য রাজ্যেও সাড়ম্বরে পালিন হবে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।
In Pictures | Congress Party to celebrate its 138th Foundation Day today.
Visuals from AICC office in Delhi.
(Pic- @ANI) pic.twitter.com/2YqTj5BVBV
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) December 28, 2022
১৩৭ বছর আগে ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর বোম্বে (মুম্বাই) এর দাস তেজপাল সংস্কৃত কলেজে ৭২ জন প্রতিনিধির উপস্থিতিতে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এও হিউম। এরপর প্রবীণ নেতা ব্যোমেশ চন্দ্র ব্যানার্জীকে সভাপতি করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৮ ডিসেম্বর কংগ্রেস তার প্রতিষ্ঠা দিবস পালন করে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য নেতারা। দিল্লিতে জাতীয় সদর দফতরে মূল অনুষ্ঠানে কংগ্রেসের নব নির্বাচিত জাতীয় সভাপতি খারগে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
Delhi | Former Congress president Sonia Gandhi, party MP Rahul Gandhi and other leaders arrive at the AICC office to celebrate the party's 138th Foundation Day pic.twitter.com/kXOkM73mfA
— ANI (@ANI) December 28, 2022